Jun.28

এই সুখ তার সাত জনমের ভাগ্য !

সাধারণত বিয়ের পর ছেলেরা টাইমলাইনে বিয়ের অনুষ্ঠানের দু একটা ছবি এবং কিছুদিন পর হানিমুনের আরও কটা ছবি আপলোড দিয়ে দায় সারলেও মেয়েরা প্রায় বছর জুড়ে দিনের পর দিন নতুন বিবাহ সুখী দাম্পত্য জীবনের আপডেট দিয়েই চলে। এর কারণ হল, এতদিন যেমনি সেমনি চললেও বিয়ের পর সংসারের নানান খরচ মেটাতে ছেলেরা বাইরের জগত নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। মেয়েরা যতই ব্যাস্ত থাকুক না কেন, মামী, খালা, বান্ধবীদের নিয়ে তাদের নিজস্ব একটা মেয়েলি সমাজ আছে, দেখা হলেই সেই সমাজ কেবল জানতে চায়, জামাই কেমন !!!

জামাই যেমনই হোক না কেন বছর জুড়ে বিরতিহীন রোমাঞ্চকর ছবি আপলোড দিয়ে দিয়ে তাদের বোঝাতে হয়, পরম আনন্দে আছে সে ! এই সুখ তার সাত জনমের ভাগ্য !

Note
Share this Story:
  • facebook
  • twitter
  • gplus

Leave a Reply

Comment