May.01

মে !

ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন ডেস্কে যাওয়ার আগে একটা ৫ ইঞ্চি সাইজের ইমিগ্রেশন ফর্মে সবাইকে পারসোনাল ডিটেলস লিখতে হয়। বোর্ডিং পাস নেয়ার কাউন্টার আর ইমিগ্রেশন ডেস্কের মাঝামাঝি জায়গায় একটা বড় পিলারের পাশের এক্সটেন্ডেড এরিয়ায় সেই ফর্ম রাখা থাকে। সবাই সেখানে দাঁড়িয়ে সেই ফর্ম ফিলআপ করে। সেখানে গেলেই সস্তা কাপর পরা প্রচুর মানুষের ভিড় দেখা যায় যারা ফর্মে নিজের নাম ঠিকানা লিখতে পারে না। লিখতে জানা কেউ একজন যখন নিজেরটা লিখতে শুরু করে তারা তখন এসে অনুরোধ করে, “ভাই আমারটা একটু লেইখা দেন।”

প্রবাসী শ্রমিকরাই হল মুক্তিযোদ্ধাদের পর শ্রেষ্ঠ বাঙ্গালী, সময়ের সর্বশ্রেষ্ঠ কবি। “ভাই আমারটা একটু লেইখা দেন”… এটাই হল সময়ের সেরা বাংলা কবিতা।

আজকের শ্রমিক দিবসে, ইমিগ্রেশন পেপারে নিজের নাম ঠিকানা লিখতে না পারা সেইসব প্রবাসী শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যাদের টাকায় দেশ চলে, যাদের ঘামের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সালাম নিবেন ভাইয়েরা,
আপনাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা।

Living Abroad,Note
Share this Story:
  • facebook
  • twitter
  • gplus

Leave a Reply

Comment